Export Import Registration

আমদানি ও রপ্তানি নিবন্ধন

আমদানি রপ্তানি ব্যবসা একটি লাভজনক ব্যবসা। আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা। তবে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করতে হলে আমদানি ও রপ্তানির লাইসেন্স করতে হবে। আমদানি লাইসেন্সকে বলা হয় ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এবং রপ্তানি লাইসেন্সকে বলা হয় এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (ERC)। আজকে আমরা দেখবো কিভাবে ইমপোর্ট ও এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) করা যায়।

ইমপোর্ট ও এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরন করতে হয়ঃ

১. অনলাইনে আবেদন করতে হবে।

২. আমদানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হবে অনলাইনে ই চালানের মাধ্যমে   

      অথবা বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় নির্ধারিত সিডিউল ফি জমা দিতে হবে

৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস জমা দিতে হবে

প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ
নির্ধারিত ফিঃ

শ্রেণী নং

বার্ষিক আমদানি মূল্যসীমা

প্রাথমিক নিবন্ধন ফি

বার্ষিক নবায়ন ফি

প্রথম

৫ লক্ষ টাকা

৬,০০০

৩,০০০

দ্বিতীয়

৫-২৫ লক্ষ টাকা

১০,০০০

৬,০০০

তৃতীয়

২৫-৫০ লক্ষ টাকা

২৪,০০০

১০,০০০

চতুর্থ

৫০-১ কোটি টাকা

৪০,০০০

১৫,০০০

পঞ্চম

১-৫ কোটি টাকা

৫০,০০০

২২,০০০

ষষ্ঠ

৫-২০ কোটি টাকা

৬০,০০০

৩০,০০০

সপ্তম

২০-৫০ কোটি টাকা

৭০,০০০

২৮,০০০

অষ্টম

৫০ কোটির ঊর্ধে

৮০,০০০

৩২,০০০

বিশেষ দ্রষ্টব্যঃ সবগুলোর সাথে ১৫% ভ্যাট যুক্ত হবে।

রপ্তানি লাইসেন্সের জন্য নির্ধারিত ফিঃ

ক্রমিক নং

বিভিন্ন ধরনের নিবন্ধন সনদপত্র

প্রাথমিক নিবন্ধন ফি

বার্ষিক নবায়ান ফি

রপ্তানি নিবন্ধন (ইআরসি)

১০,০০০

৭,০০০

রপ্তানি নিবন্ধন (ইনডেনটিং সার্ভিস)

৫০,০০০

২৫,০০০

বহুজাতিক রপ্তানি নিবন্ধন

১০,০০০

৭,০০০

বিশেষ দ্রষ্টব্যঃ সবগুলোর সাথে ১৫% ভ্যাট যুক্ত হবে।

খরচঃ

হট লাইনঃ 01714-130488, 01714-130477, 01841-130488

Scroll to Top
Need Help? Chat with us