ঘরে বসেই ট্রেড লাইসেন্স বানিয়ে ফেলুন – EGP10

Follow Our Company Profiles Facebook Page: https://www.facebook.com/companyprofilebd
Follow Our Others Services Facebook Page : https://www.facebook.com/egpten
Get in touch: 01714-130 488 / 01841-130 488

 

বৈধভাবে যেকোনো ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স। তবে, এই ট্রেড লাইসেন্স কি, কোথায় যেতে হয়, কীভাবে করতে হয়, কবে নাগাদ পাওয়া যাবে- এ সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজতে প্রায়ই আমাদের ভোগান্তির শিকার হতে হয়।

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স কি এবং এর প্রয়োজনীয়তা:

Trade অর্থ ব্যবসা এবং License অর্থ অনুমতি; অর্থাৎ, ব্যবসা করার জন্য যে অনুমতি, পত্রের মাধ্যমে দেওয়া হয়, তাকে Trade License Paper বলা হয়।

সিটি কর্পোরেশন কর বিধি, ২০০৯ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সূচনা ঘটে।

এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়। ট্রেড লাইসেন্স শুধুমাত্র লাইসেন্সধারী ব্যক্তির বা প্রতিষ্ঠানের নামে প্রদান করা হয় যা কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। প্রতিটি ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

সুতরাং বৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা করতে চাইলে ট্রেড লাইসেন্স করা অত্যাবশ্যক।

কোথায় ট্রেড লাইসেন্স করতে হয়:

মূলত সিটি কর্পোরেশন এই প্রক্রিয়াটি পরিচালনা করে থাকে। তাছাড়াও ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা কিংবা জেলা পরিষদ এই লাইসেন্স প্রদান করে থাকে।

ঢাকা শহরের জন্য, ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ) এই সেবা প্রদানের জন্য সিটি কর্পোরেশনকে কতগুলো অঞ্চলে বিভক্ত করেছে। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচটি অঞ্চল রয়েছে। আপনার প্রতিষ্ঠানটি যে অঞ্চলের অন্তর্ভুক্ত, ঐ অঞ্চলের অফিস থেকেই লাইসেন্স সংগ্রহ করতে হবে।

আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান সম্পর্কে তদন্ত করতে এবং এর প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ লাইসেন্স ফি পরিশোধের মাধ্যমে লাইসেন্স দিয়ে থাকে।

লাইসেন্স ফি এবং পাবার সময়:

মূলত ব্যবসার ধরনের ওপর নির্ভর করে লাইসেন্স ফি নির্ধারিত হয়। এই ফি সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

সাধারণত, একটি লাইসেন্স পেতে তিন থেকে সাত কর্ম দিবস সময় লাগতে পারে।

বিস্তারিত জানতে ভিজিট করুন- http://www.bangladesh.gov.bd/

লাইসেন্স করার নিয়মাবলী:

সর্বনিম্ন ১৮ বছর বয়সের যেকোনো নাগরিক ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

মূলত দুই ধরণের ট্রেড লাইসেন্স রয়েছে।

১। নতুন ট্রেড লাইসেন্স

২। ট্রেড লাইসেন্স নবায়ন

নতুন ট্রেড লাইসেন্সের জন্য যেসকল কাগজপত্র প্রয়োজনীয়

সাধারণ ট্রেড লাইসেন্স: ভাড়ার রশিদ অথবা চুক্তিপত্রের সত্যায়িত কপি, এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের কপি।

শিল্প প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স: উপরোক্ত সব ডকুমেন্টসমূহ এর সাথে-

পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র – প্রতিষ্ঠানের অবস্থান চিহ্নিত মানচিত্র – ফায়ার সিকিউরড প্রস্তুতি সংক্রান্ত প্রত্যয়ন পত্র – ডি.সি.সি.’র নিয়মাবলী মান্য করার শর্তে ১৫০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারপত্র – ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।

ক্লিনিক অথবা ব্যক্তিগত হাসপাতালের ক্ষেত্রে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন।

লিমিটেড কোম্পানির ক্ষেত্রে:   মেমোরেন্ডাম অব আর্টিকেল – সার্টিফিকেট অব ইনকর্পোরেশন।

ছাপাখানা  আবাসিক হোটেলের ক্ষেত্রে: ডেপুটি কমিশনারের অনুমতি।

রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে: মানবসম্পদ রপ্তানি ব্যুরো কর্তৃক প্রদত্ত লাইসেন্স।

অস্ত্র  গোলাবারুদের ক্ষেত্রে: অস্ত্রের লাইসেন্স।

ঔষধ  মাদকদ্রব্যের ক্ষেত্রে: ড্রাগ লাইসেন্সের কপি।

ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রে: সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি।

লাইসেন্স নবায়ন একটি নিয়মিত প্রক্রিয়া, যার মেয়াদ এক বছর। এই মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হয়।

ট্রেড লাইসেন্স নবায়ন করতে যেসকল কাগজপত্র প্রয়োজনীয়

১। পূর্বের ট্রেড লাইসেন্স নিয়ে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।

২। দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর বিষয়ক কর্মকর্তা নবায়নকৃত ট্রেড লাইসেন্স প্রদান করবেন।

৩। ফি: লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ। এই ফি আগের মতোই লাইসেন্স ফরমে উল্লেখিত ব্যাংকে প্রদান করতে হবে।

উপরের নিয়মাবলী জানলেও, অনেকেই বিভিন্ন অফিস থেকে অফিসে ঘুরে সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারে না। তাই তারা অফিসগুলোর সামনে অবস্থান করা বিভিন্ন মানুষের সাহায্যের উপর নির্ভর করে। যেহেতু তারা কোন প্রতিষ্ঠানের অন্তর্গত নয়, তাই এসব কাজে তাদের কোন প্রোফেশনালিজম এবং দায়িত্ববোধ দেখা যায় না অধিকাংশ ক্ষেত্রে। যার ফলে মোটা অংকের সার্ভিস চার্জ দিয়েও হয়রানীর স্বীকার হতে হয় ব্যবসায়ীদের।

ব্যবসাকে আইনত বৈধ রাখতে নতুন ট্রেড লাইসেন্স কিংবা ট্রেড লাইসেন্স নবায়ন করা জরুরী সকল ব্যবসায়ীদের।

এসব কথা মাথায় রেখে, দেশের সুপরিচিত প্ল্যাটফর্ম ই-জিপি টেন্ডার লার্নিং সেন্টার নিয়ে এসেছে Trade License সার্ভিস। যেখানে নতুন ট্রেড লাইসেন্স এবং লাইসেন্স নবায়নের সুবিধা রয়েছে।

ফলে ঘরে বসেই এখন আপনি করে ফেলতে পারবেন আপনার ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স কোনো অতিরিক্ত এবং হিডেন চার্জ ছাড়াই।

নতুন ট্রেড লাইসেন্সের জন্য সার্ভিস চার্জ- আলোচনা সাপেক্ষে

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সার্ভিস চার্জ- আলোচনা সাপেক্ষে

ট্রেড লাইসেন্সের ফি, ব্যবসার ধরণ অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারণ করা হয় এবং সেই অনুসারে প্রদান করতে হবে।

সার্ভিসটি পেতে যোগাযোগ করুণ (+880 1714-130 488 / +880 1714-130 477) ।  প্রতিবছর ৩০শে সেপ্টেম্বর, ট্রেড লাইসেন্স নবায়নের শেষ তারিখ হিসেবে গণ্য হয়। তাই দেরি না করে আজই আপনার ট্রেড লাইসেন্স টি বানিয়ে ফেলুন।

ট্রেড লাইসেন্স
নতুন ট্রেড লাইসেন্স এর নমুনা ছবি

 

learn more about our services:
Contact us if we need to help you:
Contact us at Phone: 01714-130 488 / 01841-130 488
Subscribe to our YouTube channel for updates : https://www.youtube.com/@RajibsExperience
Follow Our Company Profiles Facebook Page: https://www.facebook.com/companyprofilebd
Follow Our Others Services Facebook Page : https://www.facebook.com/egpten

9 thoughts on “ঘরে বসেই ট্রেড লাইসেন্স বানিয়ে ফেলুন – EGP10”

  1. Hi there! businessconsultantbd.com

    Did you know that it is possible to send business offers lawfully? We offer a new unique way of submitting requests through contact forms.
    It’s unlikely for messages sent via Feedback Forms to end up in spam, as they are seen as significant.
    We offer you to try our service for free.
    We can handle sending up to 50,000 messages for you.

    The cost of sending one million messages is $59.

    This letter is automatically generated.

    We only use chat for communication.

    Contact us.
    Telegram – https://t.me/FeedbackFormEU
    Skype live:contactform_18

  2. Big news! We’ve uncovered an exceptional solution to enhance your SMM and reCAPTCHA challenges.
    By utilizing our selfhosted IPv6 proxy, you’ll benefit from:

    Overcoming Google reCAPTCHA v2 and v3 challenges with ease.
    Accessing an extensive array of unique IP addresses through IPv6 proxies, ensuring seamless navigation through bot protection systems.
    Enhancing security and privacy while bypassing restrictions imposed by bot protection mechanisms.
    Don’t let reCAPTCHA challenges hold you back. Contact us now to get started with our IPv6 proxy solution!

    https://listings.surge.sh/posts/proxy-v6/

  3. Hi there,

    My name is Mike from Monkey Digital,

    Allow me to present to you a lifetime revenue opportunity of 35%
    That’s right, you can earn 35% of every order made by your affiliate for life.

    Simply register with us, generate your affiliate links, and incorporate them on your website, and you are done. It takes only 5 minutes to set up everything, and the payouts are sent each month.

    Click here to enroll with us today:
    https://www.monkeydigital.org/affiliate-dashboard/

    Think about it,
    Every website owner requires the use of search engine optimization (SEO) for their website. This endeavor holds significant potential for both parties involved.

    Thanks and regards
    Mike Bootman

    Monkey Digital

  4. Good Day

    I have just analyzed businessconsultantbd.com for the current search visibility and saw that your website could use an upgrade.

    We will enhance your ranks organically and safely, using only state of the art AI and whitehat methods, while providing monthly reports and outstanding support.

    More info:
    https://www.digital-x-press.com/unbeatable-seo/

    Regards
    Mike Adamson

    Digital X SEO Experts

  5. Hi there

    I have just took a look on your SEO for businessconsultantbd.com for its SEO metrics and saw that your website could use an upgrade.

    We will increase your ranks organically and safely, using only state of the art AI and whitehat methods, while providing monthly reports and outstanding support.

    More info:
    https://www.digital-x-press.com/unbeatable-seo/

    Regards
    Mike Adrian

    Digital X SEO Experts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Need Help? Chat with us